যারা ৪০তম রিটেন দিতে যাচ্ছেন তাদের জন্য করণীয় কিছু বিষয় - Daily Job Study

Latest

Monday, December 9, 2019

যারা ৪০তম রিটেন দিতে যাচ্ছেন তাদের জন্য করণীয় কিছু বিষয়

১। এই সময়ে কোন বিষয় নিয়ে কাউর সাথে কথা-কাটাকাটি বা কাউর সাথে ঝগড়া ঝামেলাতে জড়াতে যাবেন না। পারিবারিক কোন ইস্যুতে নিজেকে জড়িত করবেন না।
 ২। কি কি পাড়েন না তা নিয়ে এখন অতিরিক্ত চিন্তা করতে যাবেন না বরং যা পাড়েন তাই বার বার রিভিশন দেন।
Exam tips

 ৩। আমি ফাস্ট টাইম দিচ্ছি তাই আমার হবে না এরকম চিন্তা বাদ দিন কারণ পরীক্ষার খাতায় লেখা থাকবেনা আপনি ফাস্ট টাইম কি না বা লাস্ট বার দিচ্ছেন।
 ৪। সফলতা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অাপনি অাপনার স্বাভাবিক পরীক্ষা দেন। সফল হবেন কি না সেটা স্বয়ং অাল্লাহ ছাড়া কেউ জানে না।
 ৫। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখন বার বার রিভিশন দেন। যাদের মনে হবে কিছুই পারি না তাহলে মনে করবেন অাপনার প্রিপারেশন অনেক ভাল।
 ৬। কোনভাবেই যাতে অসুস্থ না হয়ে যান তাই শরীরে দিকে লক্ষ্য রাখুন। পরীক্ষার সময় টানা ৯০০ মার্কের পরীক্ষা দিতে প্রচুর শক্তি দরকার হবে। তাই এখন থেকেই মানসিকভাবে ওই দিনগুলো কীভাবে মোকাবিলা করবেন মানসিক প্রস্তুতি নেন।
 ৭। অাল্লাহ তাঅা'লা কাছে দোয়া করেন এবং বাবা মার কে বলেন বেশি বেশি দোয়া করতে।
 ৮। এখন কাউর সাথে নিজেকে তুলনা করতে যাবেন না অর্থাৎ অামি নতুন অার ওনারা অনেক বার দিয়েছে এরকম কখনোও ভাববেন না।
 ৯। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। অতিরিক্ত টেনশন করবেন না। তাছাড়া টেনশন করলে অনেক কিছুই পারবেন না। তাই সম্পূর্ণ চিন্তামুক্ত থাকুন। এটা পড়ি নাই ওটা পড়ি নাই এগুলো নিয়ে চিন্তা করবেন না।
 ১০। অার পরীক্ষার তারিখ নিয়ে গবেষণা করতে যাবেন না। পরীক্ষার বিষয়ে স্বয়ং পিএসসি ছাড়া কেই সঠিক বলতে পারবে না।যখনই পরীক্ষা হউক সেটার চিন্তা বাদ দিয়ে পড়ুন৷

No comments:

Post a Comment